গত বেশ কয়েকটি ম্যাচে ম্যাঞ্চেস্টার সিটির হয়ে খারাপ পারফরম্যান্স। হতাশ ছিলেন কোচ পেপ গুয়ার্দিওয়ালাও। রবিবার উলভের বিরুদ্ধে হ্যাটট্রিক করে সমালোচনার জবাব দিলেন আর্লিং হালান্ড। প্রিমিয়ার লিগে প্রথম বছরেই রেকর্ড গড়লেন তিনি। ভেঙে দিলেন ইপিএলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর রেকর্ডও।
উলভের বিরুদ্ধে গোটা ম্যাচেই সেই চেনা ছন্দে দেখা গেল হার্লান্ডকে। ৩-০ ব্যবধানে জয় টিমের। আর তিনটি গোলই হার্লান্ডের। প্রিমিয়ার লিগে চতুর্থ হ্যাটট্রিক করলেন তিনি। জবাব দিলেন সমালোচকদের।
আরও পড়ুন- রোনাল্ডোর জোড়া গোল, সমালোচকদের একহাত নিলেন কোহলি
গত ম্যাচের শুরুতে টটেনহ্যাম হটস্পারের বিরুদ্ধে ০-২ গোলে পিছিয়ে ছিল ম্যান সিটি। যদিও শেষ পর্যন্ত টটেনহ্যামকে হারিয়ে ম্যাচ জেতে ম্যান সিটি। উলভসের বিরুদ্ধেও সেভাবে শুরু করতে পারেনি ম্যান ইউ।
তবে, শেষ পর্যন্ত হতাশ হতে হয়নি সমর্থকদের। ম্যাচের ৪০ মিনিটে প্রথম গোল করে ম্যান সিটি। সৌজন্যে আর্লিং হালান্ড। ১-০ এগিয়ে থেকে বিরতিতে যায় ম্যান সিটি। দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল করে ম্যাচ জেতান হালান্ড।