ইন্টার মিলানকে হারিয়ে অধরা চ্যাম্পিয়ন্স লিগ জিতে স্বপ্নপূরণ করেছে পেপ গুয়ার্দিয়লার ম্যাঞ্চেস্টার সিটি। দীর্ঘ বছর পর ইউরোপ সেরা ক্লাবের তকমা জিতে মাঠেই উচ্ছ্বাসে মেতেছিল গোটা দল। এবার দেশে ফিরে দেশবাসীর সঙ্গে সেলিব্রেশনে মেতে উঠতে চলেছে ম্যানচেস্টার সিটি।
কাপ জিতে রবিবার বিকেলে ম্যানচেস্টার বিমানবন্দরে নেমে আসেন খেলোয়াড়রা। সেখানে ভক্তদের উচ্ছ্বাস ছিল দেখার মতো। এবার সেলিব্রেশনের জন্য ওপেন টপ বাস প্যারেডের সিদ্ধান্ত নিয়েছে ম্যান ইউ। জানানো হয়েছে, সোমবার ত্রিমুকুট অর্থাৎ চলতি মরশুমের প্রিমিয়ার লিগ, এফএ কাপ এবং চ্যাম্পিয়ন্স লিগ এই তিনটি ট্রফি নিয়ে প্যারেড করবেন তাঁরা।