ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে এফএ কাপ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। গুন্দোওয়ানের জোড়়া গোলে রেড ডেভিলসকে ২-১ ব্যবধানে হারাল ব্লু-ব্রিগেড। ১৯৯৯ সালে ম্যানচেস্টারের ত্রিমুকুট জয়ের রেকর্ড ভাঙার অপেক্ষায় গুয়ার্দিওলারা। আগামী সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল। ইন্টার মিলানকে হারালেই সেই রেকর্ডও ভেঙে ফেলবে সিটি।
শনিবার এফএ কাপ ফাইনালে ওয়েম্বলি স্টেডিয়ামে প্রথম ১৩ সেকেন্ডেই এগিয়ে যায় সিটি। এই গোলই জয়ের জন্য আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। প্রথমার্ধেই যদিও সমতা ফেরায় ম্যান ইউ। ৩৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন ব্রুনো ফার্নান্ডেজ। দ্বিতীয়ার্ধে খেলা শুরুর প্রথম ১৫ মিনিটের আগে ফের ম্যান সিটিকে এগিয়ে দেন ইকায় গুন্দওয়ান।