১৯৮৬। ফুটবল বিশ্বকাপে (1986 Football World Cup ) নতুন প্রজন্ম খুঁজে পেয়েছিল আবেগ। সেই আবেগের নাম দিয়েগো মারাদোনা (Dieago Maradona)। বাঁ পায়ের জাদুতে মধ্যবিত্ত চেতনার ঐশ্বরিক উত্থান। তাই আর্জেন্টিনার (Argentina) বিশ্বকাপ জয়ের ছবিগুলোয় জ্বলজ্বল করে একটাই মুখ, দিয়েগো। শতাব্দীর সেরা গোলও তো সেই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে। তাই নীল-সাদা জার্সির প্রত্যেক সুতো অমূল্য। বিশ্বকাপ ফাইনালে মারাদোনার গায়ে পরা সেই জার্সির নিলাম হবে এবার। তারই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।
মাত্র কয়েকদিন আগে কোয়ার্টার ফাইনালে মারাদোনার জার্সি নিলামে ওঠে। ইংল্যান্ডের বিরুদ্ধে সেই ম্যাচেই হ্যান্ড অফ গড আর শতাব্দী সেরা গোল। তাই সেই নীল-সাদা জার্সি কেনার তাগিদ ছিল অনেকটাই বেশি। অবশেষে নিলামে ৯০ হাজার ডলারে থামে সেই জার্সির দাম।
আরও পড়ুন: এখনও অনিশ্চিত রোহিত, দলের প্রস্তুতি নিয়ে খুশি কোচ রাহুল দ্রাবিড়
তবে এবার ফাইনালের জার্সির নিলাম নিয়ে তেমন আগ্রহ নেই। পশ্চিম জার্মানিকে ৩-২ গোলে হারিয়ে প্রথম বিশ্বকাপ স্পর্শ করেন ফুটবলের রাজপুত্র। ইংল্যান্ড ম্যাচের জার্সির নিলামে যে আগ্রহ ছিল, এতে তার ছিঁটেফোটাও নেই। নিলামটি পরিচালনার দায়িত্বে আছেন জুলিয়েন। তাঁদের পক্ষ থেকে বলা হয়েছে, এখনও পর্যন্ত মাত্র ১৫ হাজার ডলার দাম উঠেছে এই জার্সির। বিশ্বকাপ জয়ের পর প্রয়াত সাংবাদিক মারিয়া মুনিয়েজ়কে এই জার্সিটি উপহার দেন মারাদোনা। ওই জার্সির বুকে মারাদোনার সই সহ মারাদোনার নিজের হাতের লেখা আছে। শুধু ফাইনালের জার্সি নয়, মোট ১৫টি মারাদোনার জার্সির নিলাম করছে এই সংস্থা। যার মধ্যে আছে ক্লাব ফুটবলের জার্সিও।