বিশ্বকাপ ফাইনালে হ্যাটট্রিক কিলিয়ান এমবাপের। নজির গড়লেন ফরাসি স্ট্রাইকার। ফাইনালের মতো ম্যাচে যখন ২-০ গোলের ব্যবধানে পিছিয়ে ছিল টিম, সেখান থেকে পরপর ২ গোল। অতিরিক্ত সময়ে তিন নম্বর গোলও করে সমতা ফেরান।
৮টি গোল করে গোল্ডেন বুট জয় এমবাপের। কিন্তু এই নজির গড়ার রাতেই হারতে হল বিশ্বকাপ। টানা দুবার বিশ্বজয়ের সাক্ষী থাকতে পারলেন না তিনি।
আরও পড়ুন: কাতারে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, বিশ্বকাপ জয় লিওনেল মেসির
এর আগে বিশ্বকাপ ফাইনালে হ্যাটট্রিক করেছিলেন ইংল্যান্ডের ফুটবলার জিওফ হার্সট।। ১৯৬৬ বিশ্বকাপ ফাইনালে এই রেকর্ড গড়েন তিনি। ৫৬ বছরের রেকর্ড ভাঙলেন এমবাপে।