ইউরো কাপের লড়াই বিশ্বকাপের থেকেও কঠিন। দিনকয়েক আগে এমনই মন্তব্য করে বিতর্ক তৈরি করেছিলেন কিলিয়ান এমবাপে। তাঁর জবাব দিয়েছিলেন লিওনেল মেসি। ফ্রান্সের প্রথম ম্যাচের আগে আরও কড়া ভাষায় এমবাপেকে কটাক্ষ করলেন বার্সোলোনার ব্রাজিলিয়ান তারকা রাফিনহা।
রাফিনহার মতে, "এটা ওর কাছে দুর্ভাগ্যের। আমাদের কাছে সৌভাগ্যের। বিশ্বকাপ ফাইনালে এক লাতিন আমেরিকার দলের কাছেই ওকে হারতে হয়েছে। আমরা লাতিন আমেরিকার দলগুলি যে প্রতিকূলতার সম্মুখীন হই, তা সামলে দেখাক। তারপর বলা যাবে, কোনটা সোজা, কোনটা কঠিন।"
ইউরো কাপের আগে ফরাসি শিবিরে হানা দিয়েছিল এক ফ্লু ভাইরাস। যার ফলে অনেক ফুটবলারই জ্বরে পড়েছিলেন। গত বৃহস্পতিবার ট্রেনিংয়ে দেখা যায়নি এমবাপেকে। মনে করা হয়েছিল তাঁর চোট। কিন্তু ম্যাচের আগেই দলের সঙ্গে যোগ দিয়েছেন ফরাসি তারকা স্ট্রাইকার। কোচ দিদিয়ের দেশেঁর সঙ্গে সময়ও কাটিয়েছেন তিনি।