গুচ্ছ গুচ্ছ নজির। অনেক কিছু ছোঁয়ার লক্ষ্য। এসবের মধ্যে একটা খবরের জন্য এখন আর্জেন্টিনা শিবিরের দিকে তাকিয়ে তামাম দুনিয়া। কেমন আছেন লিও মেসি ? ফাইনালে তিনি নিশ্চিত তো ? ক্রোয়েশিয়া ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন তিনি। তাই নিয়েই নব্বই মিনিটে মাতিয়ে দিয়েছিলেন লুসাইল স্টেডিয়াম। প্রায় ৪০ গজ দৌড়ে মনে করিয়েছিলেন মারাদোনাকে। কিন্তু খেলা শেষের পরেই লিও-পায়ে টান ধরে। তাই বাকিরা যখন ফাইনালে ওঠার উৎসবে মাতোয়ারা ছিলেন, তখন একা একাই মাঠ ছেড়েছিলেন মেসি। তাই ফাইনালের ৪৮ ঘণ্টা আগে উদ্বেগ খানিকটা বেড়েছে।
তবে আর্জেন্টিনা শিবির থেকে আশ্বাসের ইঙ্গিত মিলেছে। দাবি করা হয়েছে, ম্যাচের আগে ফিট করে দেওয়া হবে মেসিকে। কারণ, মাঠের বাইরে থেকে নয়, জীবনের শেষ বিশ্বকাপে মাঠে নেমেই খেলবেন তিনি। ক্রোয়েশিয়া ম্যাচের পর মেসিকে বাড়তি নজর দিতে দলের ফিজিওকে নির্দেশ দিয়েছেন স্কোলানি। যদি দু দিন দলের সঙ্গে ট্রেনিং করেননি মেসি।
আশা ছাড়ছেন না আর্জেন্টাইন কোচ। স্কোলানি জানিয়েছে, গোটা দল আশাবাদী মেসি খেলবেন। কারণ, তাঁর শেষ বিশ্বকাপ স্পেশাল করতে এখন থেকেই তৈরি আর্জেন্টিনা। বুয়েন্স আয়ার্সকে দেওয়া কথা তাঁরা রাখবেন বলেই জানিয়েছেন স্কোলানি।