বুধবার বিশ্বকাপ জয়ের একমাস পূর্ণ করছে আর্জেন্টিনা। তার আগে মেসিদের কোচ লিওনেল স্কালোনি জানিয়ে দিলেন, তাঁর কাছে মারাদোনা নন, মেসিই সেরা। কাতারে ৩৬ বছর পর বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। ফাইনালে গোল করে নায়ক হয়েছেন লিওনেল মেসি। সম্প্রতি এক সাক্ষাৎকারে স্কালোনি দাবি করেছেন, ১৯৮৬ সালে মেক্সিকোর মাটিতে মারাদোনার বিশ্বকাপ জয়ের রাস্তা অনেক সহজ ছিল। কিন্তু কাতারে মেসিকে অনেক কঠিন পথে পেরিয়েই বিশ্বকাপ জিততে হয়েছে। তবে স্কালোনির এই দাবিকে অনেকেই মনে করছেন প্রয়াত মারাদোনার প্রতি রাগ থেকেও এই কথা তিনি বলতে পারেন। কারণ, আর্জেন্টিনার কোচ হওয়ার সময় স্কালোনিকে নিয়ে কটাক্ষ করেছিলেন মারাদোনা।
গত বছর ১৮ ডিসেম্বর কাতারের লুসাইল স্টেডিয়ামে এক স্বপ্নের ফাইনাল উপহার দিয়েছিল আর্জেন্টিনা ও ফ্রান্স। বিশেষজ্ঞদের দাবি, এমন ফাইনাল সম্ভবত আসছে সিকি শতাব্দীতেও আর দেখা যাবে না। ফাইনাল জিতেই প্রয়াত মারাদোনাকে গুরুদক্ষিণা দিয়েছিলেন আর্জেন্টিনার অধিনায়ক লিও মেসি। জানিয়েছেন, দিয়েগোই তাঁর কাছে ঈশ্বর।
শুধু মারাদোনা প্রসঙ্গে নন, ইতিমধ্যে মেসির আন্তর্জাতিক ফুটবল প্রসঙ্গেও মুখ খুলেছেন স্কালোনি। দাবি করেছেন, ২০২৬ সালের বিশ্বকাপেও আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে মেসিকে। যদিও মেসি এমন কোনও দাবি করেননি।