মেসির জন্য বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে প্রথম সেমিফাইনাল খেলতে নামার আগে দাবি আর্জেন্টাইন কোচ লিওনেল স্কোলানির। এই বিশ্বকাপে স্কোলানির সাংবাদিক বৈঠক মানেই নতুন খবরের সন্ধান। সোমবারও সাংবাদিক বৈঠক করতে এসে এক নতুন ইঙ্গিত দিলেন তিনি। স্কোলানি দাবি করলেন, যদি আর্জেন্টিনা বিশ্বকাপ জেতে, তাহলে এটাই মেসির শেষ বিশ্বকাপ হবে কীনা, তিনি নিশ্চিত নন। আর্জেন্টাইন কোচের এই ইঙ্গিতে আপাতত বেশ চমকেই উঠছে তামাম ফুটবল দুনিয়া। যদিও তিনি জানিয়েছেন, এটা একান্তই মেসির ব্যক্তিগত সিদ্ধান্ত।
চার বছর আগে গ্রুপের ম্য়াচে এই ক্রোয়েশিয়ার কাছে তিন-শূন্য গোলে হেরেছিল আর্জেন্টিনা। সেমিফাইনালের আগে স্কোলানির দাবি, চার বছর পর সময় বদলে গিয়েছে। তাঁর আর্জেন্টিনা অনেক শক্তিশালী বলেই দাবি করেছেন চুয়াল্লিশ বছরের এই কোচ। কিন্তু এই ম্য়াচেও তাঁকে ভাবাচ্ছে দলের ডিফেন্স। কার্ড সমস্য়ায় এই ম্যাচে পাওয়া যাবে না অ্য়াকুনাকে। নেই মর্টেলো। তাই ডিফেন্ডারকে হারিয়ে খানিকটা চাপে আছে নীল-সাদা ব্রিগেড।
মেসি আছেন। এটাই ভরসা স্কোলানির কাছে। কারণ, তিনিও চান মেসির জন্য বিশ্বকাপ জিততে। ক্রোয়েশিয়া ম্য়াচের আগে এই মন্ত্রেই গোটা দলকে তৈরি করেছেন স্কোলানি। অতিরিক্ত নজর দিয়েছেন টাইব্রেকারের উপরে। কারণ গাইকোচিয়ার দেশের মার্টিনেজের দিকেই তাকিয়ে থাকবেন মেসিও।