২০২৪ সালে ফুটবলপ্রেমীদের জন্য বড় প্রাপ্তি। নতুন বছরে ফের লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো দ্বৈরথ দেখা যাবে। প্রাক মরশুম ম্যাচে আন্তর্জাতিক টুরে ইন্টার মায়ামির বিরুদ্ধে নামবে আল নাসের। সোমবার এই ঘোষণা করেছে মেজর লিগ সকার।
মেজর লিগ সকার বিবৃতি দিয়ে জানিয়েছে, আন্তর্জাতিক টুরে সৌদি আরব যাচ্ছে দল। রিয়াধ সেশন কাপে অংশ নেবে ইন্টার মায়ামি। এই টুর্নামেন্টেই আল হিলাল ও আল নাসেরের বিরুদ্ধে খেলবে ইন্টার মায়ামি। এই প্রথম আন্তর্জাতিক টুর দলের। ২৯ জানুয়ারি আল হিলাল ও ১ ফেব্রুয়ারিতে আল নাসেরের বিরুদ্ধে নামবে দল।
লা লিগায় থাকাকালীন ও ক্লাব ফুটবলের অন্য ম্যাচ মিলিয়ে রোনাল্ডো ও মেসি ৩৫বার মুখোমুখি হয়েছেন। মেসির টিম ১৬বার জিতেছে। ১০ বার জিতেছে রোনাল্ডো। ২১টি গোল করেছেন মেসি, ১২টি গোল করিয়েছেন। রোনাল্ডো ২০টি গোল করেছেন। একটি গোল করিয়েছেন।