বিশ্বের মঞ্চে ফের লিওলেন মেসি বনাম কিলিয়ান এমবাপে। তবে এবার মাঠ নয়, মাঠের বাইরে। শুক্রবার ঠিক হয়ে গেল ফিফার বর্ষসেরা ফুটবলারের তালিকা। সেই তালিকায় লড়াই এবার ত্রিমুখী। মেসিকে চ্যালেঞ্জ জানাবেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে এবং করিম বেঞ্জেমা। ৩৬ বছর পর কাতারের মাঠ থেকে আর্জেন্টিনাকে বিশ্বচ্যাম্পিয়ন করেছেন মেসি। ফ্রান্সকে টাইব্রেকারে বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। মেসির জোড়া গোলের ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন এমবাপে। ২৭ ফেব্রুয়ারি প্যারিসে তুলে দেওয়া হবে এই পুরস্কার।
ইতিমধ্যেই বছরের তিন সেরা গোলকিপারের নাম ঘোষণা করেছে ফিফা। তালিকায় আছেন মরক্কোর ইয়াসিন বুনো, বেলজিয়ামে থিবু কুর্য়োতা এবং আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। ঘোষণা করা হয়েছে তিন সেরা কোচের তালিকা। আছেন রিয়াল মাদ্রিদের কার্লো অ্যানসেলোত্তি, ম্যানচেস্টার সিটির পেপ গুয়ার্দিওয়ালা এবং বিশ্বকাপজীয় আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি।
ফিফা সূত্রে খবর, ২৭ ফেব্রুয়ারি প্যারিসে হতে চলেছে বর্ষসেরা পুরস্কারের জমজমাট অনুষ্ঠান।