ফুটবল প্রেমীদের জন্য সুখবর। ফের মুখোমুখি হতে চলেছেন ফুটবল জগতের দুই মহাতারকা লিওনেল মেসি (Lionel Messi) এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)।
আগামী ফেব্রুয়ারিতে রিয়াদ সিজন কাপে মুখোমুখি হতে পারেন তাঁরা। জানা গিয়েছে, রিয়াদ কাপে তিন দল টুর্নামেন্ট খেলবে। মেসির ইন্টার মিয়ামি, রোনাল্ডোর আল নাসের ছাড়াও এই টুর্নামেন্টে থাকবে নেইমারের আল-হিলাল। যদিও এখনও টুর্নামেন্টের দিন, তারিখ ধার্য করা হয়নি।
আরও পড়ুন - রণক্ষেত্র মারাকানা, ম্যাচ শেষে গ্যালারির আতঙ্কের কথা মেসির মুখে
ফুটবলের দুই তারকা এখন এখন দুই মেরুতে। লিওনেল মেসি এখনও দাপিয়ে বেড়াচ্ছেন ইউরোপিয়ান ফুটবলে। আগামী আড়াই বছরের জন্য ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যোগ দিয়েছেন এশিয়ার দল আল নাসেরে। ফল মন খারাপ ছিল ফুটবলপ্রেমীদের। এই খবর প্রকাশ্যে আসতেই রিয়াদ কাপ নিয়ে বাড়ছে উত্তেজনা।