করোনায়(Covid-19) আক্রান্ত হলেন আর্সেনালের(Arsenal) প্রধান কোচ মিকেল আর্তেতা(Mikel Arteta)। বুধবার ক্লাব কর্তৃপক্ষের তরফে এক বিবৃতি দিয়ে এই খবর জানানো হয়েছে।
এই নিয়ে দ্বিতীয়বারের জন্য করোনা আক্রান্ত হলেন মিকেল আর্তেতা(Mikel Arteta)। গতবছরও করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। শনিবার ম্যানচেস্টার সিটি(Manchester City) ম্যাচের আগে এই ঘটনায় যথেষ্ট উদ্বিগ্ন আর্সেনাল শিবির।
আর্সেনালের তরফে জানানো হয়, সরকারি নির্দেশিকা মেনে বর্তমানে নিভৃতবাসে রয়েছেন আর্তেতা। ক্রিস্টাল প্যালেসের(Crystal Palace) প্যাট্রিক ভিয়েরা(Patrick Vieira) এবং অ্যাস্টন ভিলার (Aston Villa) স্টিভেন জেরার্ডও (Steven Gerrard) করোনায় আক্রান্ত হয়েছেন। ফলে ইপিএলে নতুন করে করোনা আতঙ্ক শুরু হয়েছে।
ইতিমধ্যেই ওমিক্রন আতঙ্কে প্রিমিয়ার লিগের (Premier League) বেশ কয়েকটি ম্যাচ স্থগিত করা হয়েছে। উলভস শিবিরের কয়েকজন খেলোয়াড় করোনা আক্রান্ত হওয়ার পর উলভসের বিরুদ্ধে গানারদের ম্যাচটিও পিছিয়ে দেওয়া হয়।