এসিএল-টুয়ের ম্যাচ খেলতে ইরান যাচ্ছে না মোহনবাগান সুপার জায়েন্ট। সে দেশের সাম্প্রতিক অবস্থার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত টিম ম্যানেজমেন্টের। সরকারি ভাবে ইরান খেলতে না যাওয়ার কথা এএফসিকেও জানিয়ে দেওয়া হয়েছে। তিন তারিখ ইরানের ট্রাক্টর এফসির বিরুদ্ধে এসিএল-টুয়ে ম্যাচ খেলার কথা ছিল মোহনবাগান সুপার জায়েন্টের। কিন্তু সম্প্রতি ইজরায়েলি হামলায় হেজবুল্লা প্রধানের মৃত্যু কার্যত নড়িয়ে দিয়েছে ইরানের রাজনৈতিক পরিস্থিতিকে।
এই পরিস্থিতিতে গত সোমবারই ইরানে ফুটবল খেলতে যেতে প্রথমে আপত্তি জানান বাগানের ৩৫ জন ফুটবলার। তাঁদের প্রাণ সংশয় হতে পারে, এই আশঙ্কায় তাঁরা টিম ম্যানেজমেন্টকে চিঠি দিয়ে তাঁদের আপত্তি কথা জানান। ফলে এই ম্যাচ ঘিরে তৈরি হয় সংশয়। ফুটবলারদের থেকে এই আবেদন পেয়ে ইরানে খেলতে যাওয়ার বিষয়টি নিয়ে ভারতীয় ফুটবল ফেডারেশন, বিদেশ মন্ত্রক, এবং এএফসির সঙ্গে কথা বলে মোহনবাগান সুপার জায়েন্ট ম্যানেজমেন্ট।
এদিন, সরকারি ভাবে মোহনবাগান জানিয়েছে, ইরানে যাওয়ার ব্যাপারে বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে তাদের কাছে কোনও সবুজ সঙ্কেত আসেনি। তাই, এই অবস্থায় ইরানে দল পাঠাচ্ছে না সবুজ-মেরুন। এর আগে এই ম্যাচ নিরপেক্ষ মাঠে আয়োজন করার দাবি জানিয়েছিল কলকাতার এই ক্লাব।
কথা ছিল বেঙ্গালুরু থেকেই ইরান চলে যাবে কলকাতার এই ক্লাব। কিন্তু বেঙ্গালুরু ম্যাচের পর কলকাতায় ফিরে আসেন হোসে মলিনা অ্যান্ড কোম্পানি। পাঁচ অক্টোবর আইএসএলে মিনি ডার্বি। ওই দিন যুবভারতীতে মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে মাঠে নামবে মোহনবাগান সুপার জায়েন্ট।