কল্যাণীতে বৃহস্পতিবার নামার কথা মোহনবাগান ও মহমেডানের। মঙ্গলবার সন্ধ্যায় মহমেডান IFA-এর কাছে একটি ই-মেল আছে। তাতেই পরিস্থিতি অন্যরকম হয়ে যায়। বুধবার সন্ধ্যার মধ্যে কলকাতা লিগে আগামী ৫ ম্যাচের সূচি জানতে চেয়েছে মহমেডান। সূচি না পেলে তারা খেলবে না। জানিয়ছেন মহমেডান কর্তা কামরুদ্দিন আহমেদ।
মহমেডান কর্তা কামরুদ্দিন বলেন, "আমরা সুপার সিক্সের আমাদের পাঁচটি ম্যাচের সূচি আইএফএ-এর কাছে জানতে চেয়েছি। সূচি না দিলে শুধু ডার্বি নয়, লিগের কোনও ম্যাচেই নামছি না। আমাদের কাছে আইলিগ অনেক বেশি গুরুত্বপূর্ণ। দিল্লিতে শিবিরে যাবে ফুটবলাররা। টিকিট কাটাও হয়ে গিয়েছে। বাকি সূচি না পেলে পরিকল্পনা করতে পারছি না।"
আরও পড়ুন:মাঠে হার, গ্যালারিতে ভারতীয় সমর্থকের উপর চড়াও শ্রীলঙ্কার ফ্যান, তারপর কী হল!
IFA সচিব অনির্বাণ দত্ত বলেন, "আমার সঙ্গে মহমেডান কর্তার কথা হয়েছে। ওরা আই লিগের পরিকল্পনার জন্য ঘরোয়া লিগে ওঁদের সূচি চেয়েছেন। তবে মহমেডানের পাঠানো চিঠি দেখিনি। বুধবার ওদের বক্তব্য দেখে, কথা বলে চূড়়ান্ত সিদ্ধান্ত নেব।" জানা গিয়েছে, মহমেডান চাইছে ম্যাচটি কল্যাণীর বদলে যুবভারতী স্টেডিয়ামে হোক।