দুই প্রধান ছিটকে গিয়েছে। কিন্তু কেরল ব্লাস্টার্সকে ৩-০ গোলে হারিয়ে ডুরান্ড কাপের সেমিফাইনালে (Durand Cup Semi final) পৌঁছে গেল মহামেডান। টুর্নামেন্টের শুরু থেকে ভাল পারফরম্যান্স করেছে সাদা-কালো ব্রিগেড। এদিন মহামেডানের হয়ে জোড়া গোল করেন নতুন বিদেশে আবিওলা দাউদার। আরও একটি গোল করেন শেখ ফৈয়াজ। কলকাতার একমাত্র দল হিসেবে ডুরান্ড সেমিফাইনালে মহামেডান।
ডুরান্ড থেকে আগেই ছিটকে গিয়েছে কলকাতার দুই প্রধান ইমামি ইস্টবেঙ্গল ও এটিকে মোহনবাগান। এবার ভালোই ফর্মে আছে মহামেডান। পরপর আইএসএলের দলকে হারিয়ে টুর্নামেন্টের নকআউটে পা রাখে আন্দ্রে চের্নিশেভের দল। হারিয়েছে সুনীল ছেত্রী, রয় কৃষ্ণদের বেঙ্গালুরু এফসিকে। এদিন ম্যাচের প্রথমার্ধের ১৭ মিনিটে গোল করেন শেখ ফৈয়াজ। ৫৯ মিনিটে দলকে দ্বিতীয় গোল করে এগিয়ে দেন বিদেশি আবিওলা। ৮৪ মিনিটে দলের হয়ে তৃতীয় গোল করেন তিনি।
আরও পড়ুন: ছয়ের থেকে বাউন্ডারিতেই বেশি সচ্ছন্দ, রোহিত শর্মার সঙ্গে একান্ত আড্ডায় বিরাট
চোট আঘাতে জর্জরিত মহামেডান। আগেই চোট পেয়ে ছিটকে যান ফজলু রহমান, প্রীতম সিংরা। এদিন কার্ড সমস্যায় মাঠে নামতে পারেননি অভিষেক হালদারও। কিন্তু খেলায় কোনও প্রভাবই পড়েনি মহামেডানের।