গত মরশুমে আইলিগ জিতেছিল। তখনই অর্জন করে নিয়েছিল আইএসএলে খেলার যোগ্যতা। এবার সরকারি ভাবে মহমেডান স্পোর্টিং ক্লাবে নাম ঘোষণা করল আইএসএল। আইএসএলের ওয়েবসাইটেও এবার সাদা-কালো ব্রিগেডের অন্তর্ভূক্তি জানিয়ে দেওয়া হয়। মহমেডান যোগ দেওয়ার পর আইএসএলে দলের সংখ্যা ১৩।
আইএসএলের জন্মলগ্ন থেকে কলকাতার দুটি ক্লাবই এই টুর্নামেন্টে খেলত। ইস্টবেঙ্গল ও মোহনবাগান। আই লিগের চ্যাম্পিয়ন হওয়ার পর আইএসএলে আসে পঞ্জাব এফসি। এবার সেই তালিকায় উঠে এল মহমেডান স্পোর্টিংও। লিগে যে খেলবে, তা আগেই নিশ্চিত ছিল। শনিবার আইএসএলের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা হয়ে গেল।
তবে আইএসএলে খেলতে পারবে কিনা, তা নিয়ে একটা আশঙ্কা ছিলই। এফএসডিএলের সঙ্গে চুক্তি নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। ইতিমধ্যে সৌরভ গঙ্গোপাধ্যায়ের উদ্যোগে আলোচনায় বসে শ্রাচী স্পোর্টস ও মহমেডান। সেই বৈঠকের পর জটিলতা কমে। ১৩৩ বছরের প্রাচীন ক্লাব মহমেডান স্পোর্টিং। ২০২৪-২০২৫ মরশুমে আইএসএলে খেললে এই টুর্নামেন্টের গরিমাও অনেকটা বাড়বে।