কলকাতা লিগের মিনি ডার্বিতে হাতাহাতির অভিযোগ। ইস্টবেঙ্গল বনাম মহমেডান স্পোর্টিংয়ের ম্যাচ শেষে দু দলের ফুটবলের মধ্যে হাতাহাতি অভিযোগ করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নামতে হয় দুই দলের কর্তাদের।
এই ম্যাচে ইস্টবেঙ্গলকে ২-১ গোলে হারিয়ে কলকাতা ফুটবল লিগের সুপার সিক্স শুরু করল মহমেডান স্পোর্টিং। একসময়ে ডেভিডের জোড়া গোলে এগিয়ে ছিল মহমেডান স্পোটিং। ম্যাচের ৫৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান ইস্টবেঙ্গলের নন্দকুমার।
এই ম্যাচের আগে কলকাতা লিগে ১৫ গোল করেছিলেন মহমেডান অধিনায়ক। এই ম্যাচে আরও দুটি গোল করেন। ম্যাচের শুরুতেই গোল করেন ডেভিড। এরপর ৩৯ মিনিটে ব্যবধান বাড়ান।
এই জয়ের ফলে কলকাতা লিগের চ্যাম্পিয়নশিপের দৌড়ে ভাল জায়গায় পৌঁছে গেল মহামেডান। গ্রুপ পর্বে তারা পেয়েছিল ২৯ পয়েন্ট। সুপার সিক্সে দুই ম্যাচই জিতল তারা। অন্যদিকে ইস্টবেঙ্গল গ্রুপ পর্বে পেয়েছিল ৩০ পয়েন্ট। তারা সুপার সিক্সের প্রথম ম্যাচেই হারল।