একটাই সুযোগ, প্রথমবারের মতো। আর সেই সুযোগের সদব্যবহার করতে পারলেই ইতিহাস গড়ে ফেলবে মহামেডান স্পোর্টিং(Mohammedan Sporting)। মোহনবাগানের পর কলকাতার দ্বিতীয় ক্লাব হিসেবে আই লিগ(I-League) জেতার সামনে তারা। যুবভারতী স্টেডিয়ামে(Yuvabharati Stadium) শনিবার কেরলের দল গোকুলম এফসিকে(Gokulam FC) হারাতে পারলেই প্রথমবারের মতো আই লিগ পাবে মহমেডান। ট্রফি পেতে মরিয়া মহমেডান(Mohammedan Sporting)। এডিটরজি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে মহামেডান কর্তা দীপেন্দু বিশ্বাস(Dipendu Biswas) জানান, "সমর্থকদের কথা ভেবেই দলের ছেলেরা ১০০ শতাংশ দিয়েই ঝাঁপাবে মাঠে। জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী মহামেডান স্পোর্টিং।"
অন্যদিকে, সন্তোষ ট্রফির ফাইনালে(Santosh Trophy 2022) কেরলের কাছেই হারতে হয়েছে বাংলাকে। তাই আই লিগে কেরলের টিমকে হারাতে পারলে কিছুটা হলেও স্বস্তি পাবেন বাংলার ফুটবলপ্রেমীরা।
আগের ম্যাচে শ্রীনিধি ডেকানকে হারাতে পারলে আগেই চ্যাম্পিয়ন হয়ে যেত গোকুলম(Gokulam FC)। কিন্তু শ্রীনিধির বিরুদ্ধে হেরে যায় তারা। ফলে শনিবারের ম্যাচে কার্যত ফাইনাল। গোকুলম গতবারের বিজয়ী। তাদের ট্রফি জিততে গেলে স্রেফ ড্র করতে হবে। কিন্তু মহমেডানের(Mohammedan Sporting) সামনে জয় ছাড়া কোনও রাস্তা নেই। ১৭ ম্যাচে তাদের পয়েন্ট ৩৭। গোকুলম সমসংখ্যক ম্যাচ খেলে ৪০ পয়েন্টে রয়েছে। মহমেডান শনিবার জিতলে গোকুলমের সমান পয়েন্ট হবে। কিন্তু মুখোমুখি সাক্ষাতের বিচারে তারা চ্যাম্পিয়ন হবে।
গত দু’দিন যুবভারতী সংলগ্ন মাঠে অনুশীলন করেছে তারা। প্রত্যেক ফুটবলারই নিজেদের সেরাটা দিতে মরিয়া। বিদেশি আন্দ্রেয়ো রুডোভিচ বলেছেন, “খুব কঠিন একটা ম্যাচ হতে চলেছে। কিন্তু জয়ের ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী। সমর্থকরাও পাশে থাকবেন।”