আজ সব রাস্তাই মিশবে যুবভারতীতে। শনিবার সন্ধ্যায় এই মাঠেই হতে চলেছে ভারতীয় ফুটবল মরশুমের প্রথম ডার্বি। ডুরান্ড কাপের গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে মোহনবাগান সুপার জায়েন্ট ও ইমামি ইস্টবেঙ্গল। শনিবার কিক-অফের আগে, হিসাবের খাতায় এগিয়ে সবুজ-মেরুন। পরিসংখ্যান বলছে, টানা আটটি ম্যাচ অপরাজিত মোহনবাগান। ফলে স্প্যানিশ কোচ জুয়ান ফেরান্দোর সামনে ট্রিপল হ্যাটট্রিকে সুযোগ। উল্টোদিকে ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাতের দাবি, ডার্বিতে মাঠে নামছে অন্য ইস্টবেঙ্গল।
কলকাতা লিগে দারুণ ফর্মে আছেন সুহেল ভাট। অনিরুদ্ধ থাপা, আনোয়ার ও গ্লেন মার্টিনসকে প্রথম একাদশে রাখতে চান কোচ জুয়ান ফেরান্দো। টিমে যোগ দিলেও অস্ট্রেলিয়ান তারকা জেসন কামিংসকে এখনও একটিও ম্যাচে খেলায়নি মোহনবাগান। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে তাঁকে নামানো হতে পারে। মাঝমাঠের দায়িত্ব সামলাবেন হুগো বুমোস। ইস্টবেঙ্গলকে সহজভাবে নিতে চাইছে না মোহনবাগান।
ডুরান্ড কাপে বাংলাদেশ আর্মির বিরুদ্ধে খেলেছেন জর্ডান এলসি। মোহনবাগানের বিরুদ্ধে তাঁকে নামানো হতে পারে। প্রথম থেকেই নামবেন ক্লেটন সিলভা। এশীয় কোটার প্লেয়ার হিসেবে শনিবার মাঠে নামানো হতে পারে তাঁকে। ডার্বিতে লাল-হলুদ জার্সিতে নামতে পারেন অ্যান্তোনিও পারদো লুকাস। শুরু থেকেই নামবেন ক্রেসপো ও সিভেরিও।