ডুরান্ডের ডার্বি হতে পারে অগাস্টেই। দিন ঠিক না হলেও মনে করা হচ্ছে ডুরান্ড কাপে অগাস্ট মাসের আঠারো তারিখে মুখোমুখি হতে পারে কলকাতার দুই প্রধান। চলতি মাসের ২৭ তারিখ থেকে শুরু হচ্ছে এই বছরের ডুরান্ড কাপ। যা খবর তাতে গ্রুপ-এতে রাখা হবে মোহনবাগান সুপার জায়েন্ট এবং ইস্টবেঙ্গলকে।
দেশি-বিদেশি দল মিলিয়ে এবারও ২৪ দলের টুর্নামেন্ট হবে। ছটি গ্রুপে চারটি করে দল থাকবে। গ্রুপের প্রথম দুই সেরা দলই যাবে নকআউটে। গ্রুপ-এতে মোহনবাগান ও ইস্টবেঙ্গলের সঙ্গে থাকতে পারে কাশ্মীরের একটি ক্লাব ও ভারতীয় সেনা বাহিনীর একটি দল।
১৩ জুলাই মরশুমের প্রথম ডার্বি। ওই দিন কলকাতা লিগে মুখোমুখি হবে দুই প্রধান। সেটা খেলবে দুই দলের ছোটরা। আর বড়রা বড় ম্যাচ খেলতে নামবেন ডুরান্ডের মঞ্চে।