শুরু করেছিলেন পেত্রাতোস। শেষ করলেন সাদিকু। যুবভারতীতে জামশেদপুরকে উড়িয়ে দিয়ে ইন্ডিয়ান সুপার লিগে পয়েন্ট তালিকায় দু নম্বরে উঠে এল মোহনবাগান। শুক্রবার যুবভারতীতে সবুজ-মেরুন জিতল তিন শূন্য গোলে। এই জয়ের ফলে ১৬ ম্যাচে ৩৩ পয়েন্ট মোহনবাগানের। ওডিশার থেকে ঠিক দু পয়েন্ট পিছিয়ে রইল কলকাতার এই ক্লাব।
চার-চার-দুই। খালিদ জামিলের দলের বিরুদ্ধে এই ছকেই এদিন শুরু করেছিলেন বাগান কোচ অ্যান্তনিও হাবাস। ম্যাচে সাত মিনিটে দিমিত্রি পেত্রাতোসের গোলে লিড নেয় মোহনবাগান। হাফ টাইমে এক গোলে এগিয়ে থেকেই মাঠ ছাড়েন জনি কাউকোরা।
এরপর ম্যাচে ৬৮ এবং ৮০ মিনিটে দলের হয়ে গোল করেন জেসন কামিন্স এবং পরিবর্ত হিসাবে মাঠে নামা আর্মান্দো সাদিকু। পরের ম্যাচ ফিরতি ডার্বি। কিন্তু ১০ মার্চ কোথায় হবে এই ম্যাচ, তা এখনও ঠিক হয়নি।