সকাল থেকেই আকাশের মুখ ভার। তায় আবার রবিবার। বাঙালির আলশেমির দিন। কিন্তু কোথায় আর অলস হয়ে দিনটা কাটানো গেল। একটা বার্তা এসেছিল সকালে। যেখানে বলা হয়েছিল, মেরিনার্স তৈরি থাক, ট্রফি আসছে কলকাতায়। ব্যস আর কী দেরি করা যায়। তাই এক ছুটে বিমানবন্দর।
বেলা পৌনে একটা বিমানবন্দরের দরজা খুলল। একে একে বেরিয়ে এলেন চ্যাম্পিয়নরা। প্রায় আড়াই বছর পর ভারতীয় ফুটবলের ট্রফি এল ফুটবলের শহর কলকাতায়। এক বঙ্গসন্তানের নেতৃত্বে ভারতসেরা সবুজ-মেরুন। তাঁদের আগমনের আগেই বাাগন জনতার দখলে তখন বিমানবন্দর।
সর্পিল গতিতে এগিয়ে চলল মোহনবাগানের বাস। তার পাশে বাইকের মেলা। বাসের মধ্যে চলছে বিশাল, কিয়ান, হামিলদের সেলিব্রেশন। কখন ডিজে ব্রাভোর গান। কখনও আবার বাংলা গানেই মাথা দোলাচ্ছেন গায়কোরা।
রবিবার বাংলার ফুটবলে উৎসবের রং হল সবুজ-মেরুন। সৌজন্যে মোহনবাগান।