মোহানবাগানের কোচের পদে বহাল থাকছেন স্প্যানিস জুয়ান ফেরান্দো। আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পর তাঁকে আরও এক বছর রেখে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবারই গোয়া থেকে কলকাতায় ফিরেছেন চ্যাম্পিয়নরা। আর শহরে ফিরতেই এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কা। তিনি জানিয়েছেন, জয়ী দলে কোনও বদল হচ্ছে না। টিম সূত্রে খবর, কয়েকদিনের ছুটির পরেই শুরু হয়ে যাবে সুপার কাপের প্রস্তুতি।
তিন বছর আগে গোয়া থেকে কলকাতার ক্লাবে কোচিং করাতে এসেছিলেন ফেরান্দো। মূলত হাবাসের বদলি হিসাবেই তাঁকে কলকাতায় আনা হয়েছিল। এখনও পর্যন্ত মোহনবাগানকে ৪০টির বেশি ম্যাচে কোচিং করিয়েছেন। তাতে সাফল্য যেমন এসেছে, তেমনই পিছু ধাওয়া করেছে ব্যর্থতা। কিন্তু কোনও সময়ের উপর ফুটবলারদের উপরে সেই দায় চাপিয়ে দেননি ফেরান্দো।
বরং রয় কৃষ্ণা, ডেভিড উইলিয়াম, প্রবীর দাসদের ছেড়ে যাওয়া সবুজ-মেরুনকে ফের একজোট করেছেন। স্ট্রাইকার ছাড়া একটা দলকে ভারত সেরা করার সাহস দেখিয়েছেন। তারই ইনাম পেলেন এই স্প্যানিশ।