গ্রুপ ডির লড়াইয়ে আটকে গেল মোহনবাগান (Mohun Bagan)। বাংলাদেশের বসুন্ধরা কিংসের বিরুদ্ধে ২-২ ফলাফলে ম্যাচ শেষ হল। এবার AFC কাপে (AFC Cup Tournament) প্রথম পয়েন্ট হারাল সবুজ-মেরুন। অ্যাওয়ে ম্যাচে পিছিয়ে থেকেও সমতা ফেরাল বসুন্ধরা কিংস।
ম্যাচের ১৯ মিনিটে গোলের সুযোগ মিস করেন হুগো বুমোস। ২০ মিনিটে অফসাইডে বাতিল হয় লিস্টন কোলাসোর গোল। ২৯ মিনিটে দলের হয়ে প্রথম গোল করেন পেত্রাতোস। কিন্তু ৩৩ মিনিটেই সমতা ফেরায় বসুন্ধরা। প্রথমার্ধ শেষ হয় ১-১ ব্যবধানে। দ্বিতীয়ার্ধে ৫৪ মিনিটে মোহনবাগানকে এগিয়ে দেন আশিস রাই। ৭০ মিনিটে পেনাল্টি পায় বসুন্ধরা। গোল করতে ভুল করেননি বসুন্ধরার ব্রাজিলিয়ান উইঙ্গার রোবিনহো। আর গোল পায়নি সবুজ-মেরুন।
আরও পড়ুন: মাহমাদুল্লাহের সেঞ্চুরিও কাজে এল না, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৪৯ রানে হার বাংলাদেশের