বাঙালির ফুটবল আবেগকে মাথায় রেখে এবার ময়দানের তিন প্রধানকে ‘বঙ্গবিভূষণ’ সম্মান দিতে চলেছে রাজ্য সরকার। ইতিমধ্যেই ইস্টবেঙ্গল, মোহনবাগান (Mohun Bagan) এবং মহামেডানকে (Mohammedan SC) বঙ্গবিভূষণ সম্মান দিতে চেয়ে চিঠি দিয়েছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২৫ জুলাই নজরুল মঞ্চে ওই সম্মান দেওয়া হবে।
ময়দানের অন্যতম সেরা ক্লাব মোহনবাগান সূত্রে জানা গিয়েছে, ক্লাবের সভাপতি টুটু বোসকে (Tutu Bose) চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী। যাতে লেখা হয়েছে, “মোহনবাগান ক্লাব বাঙালির কাছে আবেগের নাম। শুধু ফুটবল নয়, ক্রীড়াক্ষেত্রের বিভিন্ন ধারায় মোহনবাগানের অবদান অনস্বীকার্য। মোহনবাগান ক্লাব শুধু বাঙালির কাছে নয়, সমগ্র ভারতবাসীর কাছে গৌরবের স্থানে দখল করেছে।”
আরও পড়ুন- BCCI:স্পনসরের কাছে বকেয়া প্রায় ৮৬ কোটি টাকা, অভিযোগ ভারতীয় ক্রিকেট বোর্ডের
ওই চিঠিতে আরও লেখা হয়েছে, “ক্রীড়াক্ষেত্রে সার্বিক অবদানের স্বীকৃতিস্বরূপ আগামী ২৫ জুলাই নজরুল মঞ্চে পশ্চিমবঙ্গ সরকার মোহনবাগান ক্লাবকে বঙ্গবিভূষণ (Banga Bibhushan) সম্মাননা প্রদান করতে আগ্রহী। এ বিষয়ে আপনার সানুগ্রহ সম্মতি প্রত্যাশা করি।” একই রকম চিঠি পৌঁছেছে মহামেডান এবং ইস্টবেঙ্গলের (East Bengal) কর্তাদের কাছেও।