শনিবার মরশুমের প্রথম কলকাতা ডার্বি। সমর্থকদের মধ্যে ম্যাচ নিয়ে উত্তেজনা তুঙ্গে। ডুরান্ড কাপে কেমন হবে মোহনবাগান সুপার জায়ান্টের প্রথম একাদশ!
কলকাতা লিগে দারুণ ফর্মে আছেন সুহেল ভাট। অনিরুদ্ধ থাপা, আনোয়ার ও গ্লেন মার্টিনসকে প্রথম একাদশে রাখতে চান কোচ জুয়ান ফেরান্দো। টিমে যোগ দিলেও অস্ট্রেলিয়ান তারকা জেসন কামিংসকে এখনও একটিও ম্যাচে খেলায়নি মোহনবাগান। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে তাঁকে নামানো হতে পারে। মাঝমাঠের দায়িত্ব সামলাবেন হুগো বুমোস। ইস্টবেঙ্গলকে সহজভাবে নিতে চাইছে না মোহনবাগান।
আরও পড়ুন: বিশ্বকাপে চার নম্বরে কে ? আক্ষেপ ভারত অধিনায়ক রোহিত শর্মার গলাতে
গত তিনবছর ডার্বিতে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে হারতে হয়নি মোহনবাগানকে। সুপার জায়ান্ট হিসেবে আত্মপ্রকাশ করার পর প্রথম ইস্টবেঙ্গলের মুখোমুখি সবুজ-মেরুন। এই ম্যাচে জিতে মরশুমের শুরুটা ভাল করতে চাইছেন