এমিলিয়ানো মার্তিনেসের মতোই দলকে ট্রফি জিতিয়েছেন। এবার তাঁর মতোই 'অশ্লীল' ভঙ্গিতে দলের জয় উদযাপন করতে গিয়ে বিতর্কে জড়ালেন বাগান গোলরক্ষক বিশাল কাইথ।
মোহনবাগান চ্যম্পিয়ন হওয়ার পরেই বিশালের একটি ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে, সাজঘরে দলের জয়ের উল্লাসে মেতেছেন বিশাল। আর আর্জেন্টিনার জয়ের উৎসবে সোনার গ্লাভস জিতে মার্তিনেস যে ভঙ্গি দেখিয়েছিলেন ঠিক সেই ভঙ্গিই দেখাচ্ছেন মোহনবাগানের গোলরক্ষক বিশাল কাইথ। যদিও এই ছবির সত্যতা যাচাই করেনি এডিটরজি বাংলা।
আরও পড়ুন - India Vs Australia : বিরাট ৩১, বিশাখাপত্তনমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত অলআউট ১১৭
টাইব্রেকার মানে বিশাল দূর্গ। আর সেই দূর্গে শনিবার ধাক্কা খান ব্রাজিলীয় ব্রুনো। তাঁর শট আটকে যেতেই গোয়ায় হাজির সবুজ-মেরুন সমর্থকরা চ্যাম্পিয়ন হওয়ার গন্ধ পেয়ে যান। এরপর বেঙ্গালুরুর পাবলো পেরেজের শট বাইরে যেতে গোয়ার মাঠে ওড়ে সবুজ-মেরুন আবীর।