সেই বিশাল দস্তানায় সাফল্য। ডুরান্ড ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন মোহনবাগান। যুবভারতীতে বেঙ্গালুরু এফসিকে টাইব্রেকারে চার-তিন গোলে হারিয়ে ফাইনালে উঠল সবুজ-মেরুন। মঙ্গলবারও টাইব্রেকারে দুটি শট বাঁচিয়ে ম্যাচের নায়ক সেই বাগান গোলকিপার বিশাল কায়েত। এই ম্যাচে ৬৮ মিনিট পর্যন্ত দুই শূন্য গোলে পিছিয়ে ছিল মোহনবাগান সুপার জায়েন্ট। প্রথমে পেনাল্টি থেকে গোল করে বাগানকে ম্যাচে ফেরান পেত্রাতোস। ৮৪ মিনিটে অনিরুদ্ধ থাপার গোলে ম্যাচ টাইব্রেকারে নিয়ে যায় গতবারের চ্যাম্পিয়নরা। ৩১ অগাস্ট ডুরান্ড ফাইনাল। ওই দিন কলকাতায় সবুজ-মেরুনের প্রতিপক্ষ নর্থ-ইস্ট ইউনাইটেড।
গত ১৮ তারিখ এই মাঠে বাতিল হয়েছিল ডুরান্ডের ডার্বি। আরজি কর কাণ্ডের প্রতিবাদের জেরে কলকাতা ছাড়তে হয়েছিল সবুজ-মেরুনকে। ঘরের মাঠে ফিরে এসে ডুরান্ড সেমিফাইনালে শুরুটা কিন্তু ভাল হয়নি কলকাতার বড় প্রধানের। প্রথম সুনীল ছেত্রী ও পরে বিনীতের গোলে এগিয়ে গিয়েছিল বেঙ্গালুরু। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের পর এই প্রথম মোহনবাগানের বিরুদ্ধে এদিন গোল করলেন সুনীল।
দ্বিতীয়ার্ধে খানিকটা ছন্নছাড়াই দেখায় হোসে মলিনার মোহনবাগানকে। কিন্তু পেনাল্টি থেকে পেত্রাতোস গোল পেতেই ম্যাচে ঘুরে দাঁড়ায় কলকাতার এই ক্লাব। ৮৪ মিনিটে অনিরুদ্ধ থাপার গোলে ম্যাচে সমতায় ফেরে গতবারের চ্যাম্পিয়নরা।