৯০ মিনিটে খেলা নিষ্পত্তি হল না। পেনাল্টি শুটআউটের প্রথম ৫ শটেও ফলাফল হল না। এল সাডেন ডেথ। বিশাল কাইথের গ্লাভসে ভর করে পঞ্জাব এফসিকে ৬-৫ ব্যবধানে হারিয়ে সেমি ফাইনালে মোহনবাগান সুপার জায়ান্ট। পঞ্জাব এফসির ফুটবলার ধনেচন্দ্রার পেনাল্টি মিস করতেই ডুরান্ড কাপের শেষ চারে উঠে গেল মোহনবাগান। এমন নাটকীয় ম্যাচ এবার ডুরান্ডে হয়নি।
পঞ্জাব এফসির বিরুদ্ধে নির্ধারিত সময় ফলাফল ছিল ৩-৩। মোহনবাগানের হয়ে গোল করেন গ্রেগ স্টুয়ার্ট, মনবীর সিং ও জেসন কামিংস। অতিরিক্ত সময় নেই। সোজাসোজি টাইব্রেকারের নির্দেশ দেন রেফারি। টাইব্রেকারে প্রথম শটেই পোস্টে মারেন জেসন কামিংস। কিন্তু পরপর গোল করেন মনবীর, লিস্টন কোলাসো, দিমিত্রি পেত্রাতোস, শুভাশিস বসুরা। দুটি শট বাঁচিয়ে দেন বিশাল কাইথ। সাডেন ডেথ থেকে দলকে শেষ চারে নিয়ে যাওয়ার নায়ক হয়ে উঠলেন বাগানের গোলরক্ষক।
এদিন ম্যাচে ৩-৪-৩ ছকে নামে মোহনবাগান। প্রথম একাদশে ছিলেন না দিমিত্রি পেত্রাতোস, মনবীর সিং ও জেসন কামিংস। সুহেল ভাটের সঙ্গে ছিলেন গ্রেগ স্টুয়ার্ট। কাউন্টার অ্যাটাকের পরিকল্পনা প্রথমে কাজে লাগেনি বাগানের। উইং ধরেও আক্রমণ করে। কিন্তু ফাউল করার পর গোল খেয়ে পিছিয়ে যায় বাগান। প্রথমার্ধের শেষ দিকে গ্রেগ স্টুয়ার্টের গোলে সমতা ফেরায় বাগান। দ্বিতীয়ার্ধে দলে পরিবর্তন করেন কোচ হোসে মোলিনা। সাব হিসেবে নেমেই গোল পান মনবীর সিং। কিন্তু ৬৩ মিনিটে ফের এগিয়ে যায় পঞ্জাব এফসি। ৭১ মিনিটে ব্যবধান বাড়ায় তাঁরা। গোল করেন ভিদাল। ৪ মিনিটের মাথায় গোল করে সমতা ফেরায় বাগান। গোল পান জেসন কামিংস। এরপর ১০ মিনিট আক্রমণের ঝাঁঝ বাড়ালেও গোল পায়নি কোনও দলই।