তাঁর হাতে ভর করেই ডুরান্ড কাপের ফাইনালে ওঠে মোহনবাগান। গোলপোস্টের নিচে ভরসার অন্যতম নাম বিশাল কাইথ। চলতি মাসেই শুরু হয়ে যাবে আইএসএল। তার আগে দলের গোলকিপারের সঙ্গে পাঁচ বছরের দীর্ঘ চুক্তি সেরে নিল মোহনবাগান সুপার জায়ান্টস। ২০২৫ সাল পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি ছিল ক্লাবের। সেই চুক্তি বাড়িয়ে ২০২৯ সাল পর্যন্ত করা হয়েছে। নতুন চুক্তি সই করার সময় বিশাল জানিয়ে দিলেন, আজীবন তিনি মোহনবাগানের হয়েই খেলতে চান।
মোহনবাগান সুপার জায়ান্ট রবিবার একটি প্রেস বিবৃতি দিয়েছে। বিশাল কাইথ জানিয়েছেন, "সবুজ-মেরুন সমর্থকদের ভালবাসা ও আবেগ আমার কাছে এতটাই বেশি, যে বড় ক্লাবের প্রস্তাব থাকা সত্ত্বেও মোহনবাগান ছেড়ে যাওয়ার কথা স্বপ্নেও ভাবতে পারি না।"
দলের অন্য স্তম্ভ দিমিত্রি পেত্রাতোস, জেসন কামিংসরাও স্বীকার করেন, গোলে বিশাল থাকলে, তাঁরাও নিশ্চিন্ত। কিন্তু দলগত পারফরম্যান্সকেই মর্যাদা দিচ্ছেন বিশাল। তিনি জানিয়েছেন, এখনও তাঁর অনেক কিছুই শেখার আছে। অনেক খুঁতও আছে। রোজ অনুশীলন করে নিখুঁত করার চেষ্টা করছেন বলে জনিয়েছেন বিশাল।
এই বছর ডুরান্ড ফাইনালে উঠে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে হারতে হয়েছে মোহনবাগানকে। চলতি মাসেই শুরু হবে আইএসএল। এছাড়া সুপার কাপ, এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগেও ভাল খেলবে দল। ক্লাবের সঙ্গে চুক্তি করার পর আশাবাদী বাগানের গোলকিপার বিশাল।