উৎসবের আড়মোড়া ভেঙে ফের মাঠে ফিরছে মোহনবাগান সুপার জায়েন্ট। সোমবার এএফসি কাপের ফিরতি ম্যাচে ঘরের মাঠে প্রতিপক্ষ ওড়িশা এফসি। কিন্তু মাঠে নামার আগে বাগান কোচ জুয়ান ফেরান্দোর চিন্তা বাড়াল দলের স্টার ফুটবলার দিমিত্রি পেত্রাতোসের পায়ের চোট। ফলে এই মরশুমে চোটের তালিকা আরেকটু দীর্ঘ হল সুপার জায়েন্টের।
বাংলাদেশের বসুন্ধরার সঙ্গে পয়েন্ট তালিকায় এক বিন্দুতে দাঁড়িয়ে কলকাতার মোহনবাগান। এই পরিস্থিতিতে প্রতিযোগিতার নকআউটে উঠতে হলে গ্রুপের সবকটি ম্যাচ জিততে হবে সবুজ-মেরুনকে। এই পরিস্থিতিতে পেত্রাতোসের চোট নিঃসন্দেহে চাপ বাড়াল বাগানের স্প্যানিস কোচের উপরে। কারণ, আশিক, আনোয়ার, মনবীরের পর এবার দ্রিমি। মরশুমে মাঝপথে চার ফুটবলার নেই।
প্রথম লেগে ওড়িশাকে তাদের মাঠে গিয়ে চার গোলে হারিয়ে এসেছিল মোহনবাগান। সোমবার যুবভারতীতে মাঠে নামার আগে যা বাড়তি অক্সিজেন দেবে গোটা দলকে। তবুও হাল ছাড়তে নারাজ জুয়ান। তাঁর দাবি, যাঁরা আছেন, তাঁদের নিয়ে দল সাজাবেন। চোট খেলার অঙ্গ বলেই মনে করেন বাগানের স্প্যানিশ কোচ।