আরও শক্তিশালী হল গতবারের আইএসএল চ্যাম্পিয়ন মোহনবাগান। আলবেনিয়ার জাতীয় দলের তারকা ফুটবলার আর্মান্দো সাদিকুকে সই করাল সবুজ-মেরুন শিবির। বর্তমানে আলবেনিয়ার সেরা গোলদাতা তিনি। জানা গিয়েছে, চোট পাওয়া জনি কাউকোর পরিবর্তে তাঁকে সই করানো হয়েছে।
২০১৬ ইউরো কাপে আলবেনিয়ার হয়ে খেলছেন আর্মান্দো। অন্যতম সেরা ফুটবলার হিসেবে গোলও করেছেন তিনি। লা-লিগায় লেভান্তের হয়ে খেলতেন তিনি। সব মিলিয়ে সাড়ে চারশোর কাছাকাছি ক্লাব ম্যাচ খেলেছেন। গোলসংখ্যা মোট ১৬২। ইউরোপের একাধিক লিগে খেলেছেন। বর্তমানে স্পেনের সেকেন্ড ডিভিশনের ক্লাব কার্তাগেনায় খেলতেন তিনি। মোহনবাগান তাঁকে সই করিয়ে নিয়েছে।
আরও পড়ুন: পাকিস্তানের পর নেপাল, ফুটবলারদের হাতাহাতিতে কিছুক্ষণ স্থগিত ম্যাচ
এই মরশুমের শুরু থেকেই নতুন তারকা সই করাতে বদ্ধপরিকর ছিল বাগান। অনিরুদ্ধ থাপাকে সই করিয়ে চমক দিয়েছে। এবার ইউরো কাপের খেলা ফুটবলারকে সই করিয়ে নিল সবুজ-মেরুন।