ইন্ডিয়ান সুপার লিগের নতুন মরশুমে প্রথম হার মোহনবাগান সুপার জায়েন্টের। শনিবার বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে সবুজ-মেরুনকে তিন-শূন্য গোলে হারিয়ে মাঠ ছাড়লেন সুনীল ছেত্রীরা। এই ম্যাচ থেকে তিন পয়েন্ট চেয়েছিলেন বাগান কোচ হোসে মলিনা। আপাতত শূন্য হাতেই উড়ে যেতে হবে এসিএল-টু খেলতে। এই ম্যাচে গোল করে আইএসএলে এখনও পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা হলে সুনীল ছেত্রী।
ম্যাচে নয় মিনিটে বেঙ্গালুরুকে লিড দেন মেনডেজ। ২০ মিনিটে বেঙ্গালুরুর হয়ে ডবল লিড সুরেশের পা থেকে। আর এক স্টেপে গোলকিপারকে দেখিয়ে কী ভাবে পেনাল্টি মারতে হয়, তা ভারতীয় ফুটবলকে শেখালেন সুনীল ছেত্রী। ম্যাচের বয়স তখন ৫১ মিনিট। বাগানকে তিন-শূন্য গোলে হারিয়ে তিন ম্যাচে নয় পয়েন্ট নিয়ে লিগ টপার বেঙ্গালুরু।
৫ অক্টোবর ঘরের মাঠে মিনি ডার্বি। ওইদিন সল্টলেকে সবুজ-মেরুনের প্রতিপক্ষ মহমেডান স্পোর্টিং। তার আগে বেঙ্গালুরু সফরটা ভাল হল না হোসে মলিনার। প্রথম তিন ম্যাচেই দল যে বেশ ক্লান্ত, তা এদিনের ম্যাচে আগাগোড়া স্পষ্ট হল।