পর্দা উঠতে চলেছে মঙ্গলবার। নতুন মরশুমে মাঠে নামার আগে, নতুন জার্সি গায়ে উঠতে চলেছে মোহনবাগান সুপার জায়েন্টসের। সোমবার থেকেই যার কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। কেমন হবে ডিজাইন, মূলত এই আলোচনা এখন সমর্থকদের মধ্যে।
এএফসি কাপের আগে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। দলের সঙ্গে যোগ দিচ্ছেন প্রতিটি ফুটবলার। অনুশীলন শুরু করে দিয়েছেন স্প্যানিশ কোচ জুয়ান ফেরান্দো। কারণ, এএফসির পাশাপাশি ডুরান্ড কাপ খেলতে হবে শতাব্দী প্রাচীন এই ক্লাবকে।
আরও পড়ুন : কলকাতায় কার্লোস, ইস্টবেঙ্গলের নতুন স্বপ্নের ফেরিওয়ালা
গত মরশুমে আইএসএল জিতেই মোহনবাগান সুপার জায়েন্টসের নাম ঘোষণা করেছিলেন দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কা। ইতিমধ্যেই নতুন লোগো প্রকাশ করা হয়েছে। এবার অপেক্ষা নতুন জার্সির। যে পর্দা উঠবে মঙ্গলবার।