আজ, সোমবার মোহনবাগান দিবস। ১৯১১ সালের এই দিনেই ইস্ট ইয়র্কশায়ারকে হারিয়ে প্রথমবার আইএফএ শিল্ড জিতেছিল মোহনবাগান। আর এই দিনে কোচ হিসাবে কলকাতায় তাঁর দ্বিতীয় ইনিংস শুরু করছেন স্প্যানিশ হোসে মলিনা। রবিবারই তিনি কলকাতায় এসেছেন। মাঠে নামার আগে ঘুরে গেলেন ঐতিহাসিক এই ক্লাবে।
গত মরশুমে ইন্ডিয়ান সুপার লিগে লিগ-শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়েন্ট। কিন্তু ফাইনাল হেরে রানার্স হয়েছিল সবুজ-মেরুন। হাবাস পরবর্তী সময়ে কোচ হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে মলিনাকে। স্প্যানিশ ফুটবলের প্রাক্তন ডিরেক্টর এর আগেও কলকাতায় এসে কোচিং করিয়েছেন। তাঁর কোচিংয়ে চ্যাম্পিয়ন হয়েছিল তৎকালীন এটিকে কলকাতা। সবুজ-মেরুনে এই প্রথমবার। এদিন থেকেই প্রি-সিজন শুরু করছে মোহনবাগান সুপার জায়েন্ট।
এবারের মোহনবাগান রত্ন বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়। লাইফ টাইম পুরস্কার পাচ্ছেন বিমল মুখোপাধ্যায়। শিবদাস ভাদুড়ি পুরস্কারে সম্মানিত করা হবে দিমিত্রি পেত্রাতোসকে। সুভাস ভৌমিক পুরস্কার পাচ্ছেন মনভীর সিং। বর্ষসেরা উদীয়মান ফুটবলার সুহেল আহমেদ ভাট। বিকেলে মোহনবাগান মাঠে হবে এই দিনের বিশেষ অনুষ্ঠান।