ডিফেন্সকে শক্ত করেই এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে এক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ল ভারতের মোহনবাগান সুপার জায়েন্ট। বুধবার সল্টলেকে যুবভারতীতে তাজাকিস্তানের রাভশন ক্লাবের বিরুদ্ধে ৯০ মিনিটে একাধিক সুযোগ তৈরি করেন বাগান ফুটবলাররা। কিন্তু প্রতিপক্ষ তাজাক ক্লাবের বিরুদ্ধে গোল করতে পারলেন না কামিন্স-পেত্রাতোসরা। ফলে এই ম্যাচ শেষ হল গোলশূন্য ভাবে।
এদিনের ম্যাচে একটু ছক বদলেই মাঠে নেমেছিলেন বাগান কোচ হোসে মলিনা। তিন-চার-দুই-এক এই ছকে মাঠে নেমেছিল মোহনবাগান সুপার জায়েন্ট। টম অলরেডের পাশে দুই ভারতীয় আশিস রাই এবং দীপেন্দু বিশ্বাসের উপর ভরসা দেখান মলিনা। তবে, পেত্রাতোসকে একটু পিছন থেকে খেলানোর সিদ্ধান্ত নেন মলিনা।
প্রথম ৪৫ মিনিটের তুলনায় বাগানের আক্রমণের ঝাঁজ ছিল দ্বিতীয় ৪৫ মিনিট। এই সময় তাজাক দূর্গ ভেঙে বেরোলেও বাগান ফুটবলারা আটকে গেলেন প্রতিপক্ষের গোলকিপারের হাতে। এরমধ্যে পেত্রাতোসের একটি গোল অফসাইডের জেরে বাতিলও হয়ে যায়। তবে, এই ম্যাচে মনে করা হয়েছিল মাঠে নামবেন বিশ্বকাপার জেমি ম্যাকরালেন। কিন্তু জেমির খেলা এই ম্যাচেও দেখতে পেলেন না বাগান সমর্থকরা।