অস্ট্রেলিয়ার বিশ্বকাপার ফুটবলার জেমি ম্যাকলারেনকে সই করাল মোহনবাগান সুপার জায়ান্ট। পাঁচবারের সোনার বুট জয়ী তারকাকে চার বছরের চুক্তিতে সই করাল সবুজ-মেরুন।
অস্ট্রেলিয়া-এ লিগের চ্যাম্পিয়ন টিম মেলবোর্ন সিটিতে খেলতেন ম্যাকলারেন। গত পাঁচ মরশুমে এই লিগে শীর্ষ গোলদাতা ছিলেন তিনি। লিগের ইতিহাসে ১৫৪ গোল করেছেন তিনি। গত মরশুমে তাঁর গোল সংখ্যা ছিল ২৪। এবার দিমি পেত্রাতোস, জেসন কামিন্সের পাশাপাশি আরও এক অজি বিশ্বকাপার ম্যাকলারেন সবুজ-মেরুন জার্সিতে আইএসএলে খেলবেন। ২৯ জুলাই মোহনবাগান দিবস। এই দিন ম্যাকলারেনের জন্মদিনও। তাই জন্মদিনে ক্লাবে যোগ দেওয়ার মুহূর্তটা অনেকটাই স্পেশাল বলে মনে করছেন ম্যাকলারেন।
মোহনবাগানে যোগ দিয়ে খুশি ম্যাকলারেন। তিনি জানান, ইয়ান ইউমের সময় থেকেই আইএসএল ম্যাচ নিয়মিত দেখতেন। মোহনবাগানের সমর্থক সম্পর্কেও ধারণা আছে অজি তারকার। ক্লাবের ইতিহাস, ঐতিহ্য, ট্রফি জয়ের ইচ্ছে, সব কিছুই তিনি জানেন। ডার্বির গুরুত্বও জানেন। অনেকগুলো ডার্বি দেখেছেন বলেও জানিয়েছেন ম্যাকলারেন। সমর্থকদের কাছে ডার্বির মাহাত্ম্য অনেকটাই বেশি, যোগ দিয়েই সেটা মনে করিয়ে দিলেন অজি তারকা।