কাশ্মীরের ক্লাব ডাউনটাউন হিরোজের বিরুদ্ধে বাংলার মাঠে নায়ক আর এক কাশ্মীরি যুবক। তাঁর নাম সুহেল ভাট। ডুরান্ড কাপের প্রথম ম্যাচে তাঁর গোলে জিতে এবার টুর্নামেন্টে যাত্রা শুরু করল গতবারের চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়েন্টস। ম্যাচের ৭৩ মিনিটে আশিস রাইয়ের পাস থেকে ম্যাচের একমাত্র গোলটি করতে সুহেল আহমেদ ভাট।
সিনিয়র-জুনিয়র মিলিয়েই প্রথম ম্যাচে দল সাজিয়েছিলেন সবুজ-মেরুন কোচ বাস্তব রায়। মরশুমের প্রথম টুর্নামেন্টের প্রথম ম্যাচ। তাও এক অজানা ক্লাবের বিরুদ্ধে। এই ম্যাচের আগে পর্যন্ত কলকাতা মাঠে কাশ্মীরের এই দল সম্পর্কে খুব বেশি খবর ছিল না। গোটা নব্বই মিনিটে হঠাৎ আক্রমণে এসে গতবারের চ্যাম্পিয়নদের বারে বারে বিব্রত করলেন কাশ্মীরের ফুটবলাররা।
মরশুমের প্রথম টুর্নামেন্ট বাগানে অভিষেক হল স্কটিশ ডিফেন্ডার টম অ্যালডারেডের। দ্বিতীয়ার্ধে পরিবর্ত হিসাবে মাঠে নামলেন জাতীয় দলের গোলকিপার ধীরাজ সিংও। এই গ্রুপে বাগানের পরের ম্যাচ আট অগাস্ট। প্রতিপক্ষ ভারতীয় বায়ু সেনা।