ঐতিহাসিক মোহনবাগান দিবসে কলকাতায় কোচিং কেরিয়ারের দ্বিতীয় ইনিংস শুরু করলেন স্প্যানিশ হোসে মলিনা। মাঠে নেমে পড়ল মোহনবাগান সুপার জায়েন্ট। সোমবার সকালে গঙ্গাপারে শুরু হল সবুজ-মেরুন সিনিয়র দলের অনুশীলন। মাঠে নামার আগে পুষ্পবৃষ্টিতে ভাসিয়ে দেওয়া হল জেমি ম্যাকলারেন, কামিন্সদের।
দীর্ঘ মেয়াদি চুক্তিতে এবার মোহনবাগানে সই করেছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জেমি ম্যাকলারেন। জন্মদিনে কলকাতায় এসে কাটালেন বার্থ ডে কেক। ভারতের আসার আগেই জেমি জানিয়েছিলেন বাগানে খেলার জন্য তিনি মুখিয়ে রয়েছেন। ময়দানে প্রথম অনুশীলনে নেমে মুগ্ধ তিনি।
এই মরশুমে তিন সহকারিকে মোহনবাগানের কোচিং করাবেন মলিনা। এরমধ্যে ডুরান্ডে বাগানের কোচ এখন তাঁর ভারতীয় সহকারি বাস্তব রায়। এদিন বাস্তবের সঙ্গে বেশ খানিকক্ষণ সময় কাটিয়েছে মলিনা। মঙ্গলবার তিনি সরকারি ভাবে সংবাদমাধ্যমের মুখোমুখি হবেন। তার আগে এদিন মোহনবাগান মাঠ ও সমর্থকদের দেখে খুশি স্প্যানিশ কোচ।