ইন্ডিয়ান সুপার লিগে বৃহস্পতিবার নামছে মোহনবাগান। প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি। পঞ্জাব এফসিকে হারিয়েছে সবুজ-মেরুন। এই ম্যাচ জিতে লিগ শিল্ডের দৌড়ে রয়েছেন অ্যান্তোনিও হাবাসরা। বেঙ্গালুরু এফসি-কে হারাতে পারলে লিগে আর একটি মাত্র ম্যাচ বাকি থাকবে। শেষ ম্যাচে প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি। বেঙ্গালুরুকে হারালেও, শিল্ডের জন্য শেষ ম্যাচে জিততেই হবে মোহনবাগানকে।
আগেই প্লে-অফ নিশ্চিত করেছে মোহনবাগান। পঞ্জাব এফসি বনাম ইস্টবেঙ্গল ম্যাচের পর প্লে-অফের ছটি দলই নিশ্চিত হয়ে গিয়েছে। প্রথম ছয়ে আছে মুম্বই সিটি, মোহনবাগান, এফসি গোয়া, ওড়িশা এফসি, কেরালা ব্লাস্টার্স ও চেন্নাইন এফসি।