হাউসফুল যুবভারতীতে আজ স্বপ্নের ম্যাচ। শনি সন্ধ্যায় আইএসএল ফাইনাল খেলবে গতবারের চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়েন্ট। প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি। নতুন নাম হওয়ার পর এই প্রথম আইএসএল ফাইনালে খেলতে নামছে সবুজ-মেরুন। এই ম্যাচ জিতলে ২৩ বছর পর ভারতীয় ফুটবলে ত্রিমুকুট জিতবে কলকাতার এই ক্লাব।
পরিসংখ্যান নয়, তাঁর ফোকাস ম্যাচেই। ফাইনাল খেলতে নামার আগে এমনটাই জানান মোহনবাগান কোচ অ্যান্তনিও লোপেজ হাবাস। ৬৬ বছরের এই স্প্যানিশ বিশ্বাস করেন না পরিসংখ্যানে। তিনি মনে করেন, মাঠের ৯০ মিনিটই আসল লড়াই। তাই ১৮ দিন এই মাঠে মুম্বইকে হারানোর পরেও, হাবাস মনে করেন ফাইনাল একেবারে অন্য ম্যাচ।
আজ থেকে ২৩ বছর আগে শেষবার এক মরশুমে পাঁচটি ট্রফি একসঙ্গে ঘরে তুলেছিল সবুজ-মেরুন। কোচ সুব্রত ভট্টাচার্যের হাত ধরে ওই বছর বাগানের প্রাপ্তি ছিল জাতীয় লিগ, ফেডারেশন কাপ, কলকাতা লিগ, সিকিম গোল্ডকাপ এবং বরদলৈ ট্রফি। অতীত নয়, বর্তমানে ফোকাস রাখতে চান হাবাস। তাই ভুলে যেতে চান পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে চলে যাওয়া সবুজ-মেরুনকে ফাইনালে তোলার কাহিনি।
গল্প নয়, বাস্তব-ই থেকে যায়। আর সেই কারণে এদিনের যুবভারতীতে ফাইনাল ৯০ মিনিটকেই পাখির চোখ করতে চাইছেন তিনি। তাই প্রথম ৪৫ মিনিটে ম্যাচ হাতের মুঠোয় করতে ভরসা রাখছেন অনিরুদ্ধ থাপা, জেসন কামিন্স, দিমিত্রি পেত্রাতোস এবং মনভীর সিংয়ের উপরেই।
কারণ, হাবাস মনে করেছেন প্রথম ৪৫ মিনিটেই ম্যাচে ভাগ্য তৈরি হয়ে যেতে পারে। তবে প্রথম এগারোতে সামাদ নাকি পরিবর্ত হিসাবে মাঠে নামবেন এই ফুটবলার, তা ম্যাচের আগের দিন খোলসা করেননি বাগানের স্প্যানিশ কোচ। শুধু এইটুকু জানিয়েছেন, তাঁর কোচিং জীবনের প্রায় শেষ অধ্যায় দাঁড়িয়ে আরও একটা ফাইনাল খেলা, সুখস্মৃতি হয়ে থাকবে।