শুক্রবার সুপার কাপের ডার্বি। মুখোমুখি ইস্টবেঙ্গল ও মোহনবাগান। এই ডার্বির দিকে তাকিয়ে বাংলার আপামর ফুটবলপ্রেমীরা। জাতীয় দলে যোগ দেওয়ায় মোহনবাগানের ৭ ফুটবলার নেই। ১ ফুটবলারের চোট। তবুও চাপ নিতে চাইছে না সবুজ-মেরুন শিবির। এদিকে আত্মবিশ্বাসী লাল-হলুদ ব্রিগেডও।
হাবাস এখনও এসে পৌঁছননি। মোহনবাগান টিমে কোচের দায়িত্ব সামলাচ্ছেন ক্লিফোর্ড মিরান্ডা। ম্যাচের আগের দিন মিরান্ডা জানিয়ে দিলেন, এই ম্যাচের উপর সেমিফাইনাল নির্ভর করছে। তাই এটা গুরুত্বপূর্ণ। এটা তাঁর প্রথম ডার্বি বলেও উত্তেজিত তিনি। তাঁর মতে, যাঁরা দলে আছেন, তাঁরা ১০০ শতাংশ দেবেন। তা হলেই জয় নিশ্চিত বাগানের।
এদিকে ম্যাচের আগের দিন আত্মবিশ্বাসী ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত। ম্যাচের আগের দিন কুয়াদ্রাত বলেন, "এই ম্যাচে জেতা ছাড়া অন্য কিছু ভাবছে না টিম।" দলের আক্রমণের মূল স্তম্ভ ক্লেটন জানান, ডার্বি সব সময়ই আনন্দের। এটা ভারতের সবথেকে বড় ম্যাচ। তার অংশ হতে পেরে গর্বিত।