রবিবার আইএসএলে অ্যাওয়ে ম্যাচে গোয়া এফসির (Goa FC) বিরুদ্ধে নামছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। প্রতিপক্ষের ঘরের মাঠে লড়াই সব সময়ই কঠিন। তবে এই ম্যাচে জয় ছিনিয়ে নেওয়াই লক্ষ্য সবুজ-মেরুন ব্রিগেডের। কোচ জুয়ান ফেরান্দো রক্ষণে ভুল করতে চাইছেন না। সতর্ক টিমের দুই ডিফেন্ডার ব্র্যান্ডন হামিল ও প্রীতম কোটাল।
প্রতিপক্ষের পাসিং ফুটবল থামালেই জয় পাওয়া যাবে। গোলের রাস্তাও খোলা সহজ হবে। এমনই মনে করছেন প্রীতম।এবার আইএসএলে অন্যতম সেরা দল এটিকে মোহনবাগান। টিমের বিদেশি ব্র্যান্ডল হামিল জানান, যে কোনও দলকে হারানোর ক্ষমতা তাঁদের আছে। তবে গোয়ার মতো টিমের বিরুদ্ধে নামতে হলে আরও বেশি সতর্ক থাকতে হবে বলে মনে করছেন তিনি।
আরও পড়ুন: বিশ্বকাপের উদ্বোধনে গান গাইবেন বিটিএস ব্যান্ডের জংকুক, অফিসিয়াল গান 'ড্রিমার্স'
শেষ ম্যাচে জয় এসেছে। কেরল ব্লাস্টার্সকেও অ্য়াওয়ে ম্যাচে হারিয়েছিল বাগান। গোয়ার মতো কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে সেই জয় অনেকটাই আত্মবিশ্বাস দিচ্ছে টিমকে। গোয়ার মাঠে যত তাড়াতাড়ি নিজেদের মানিয়ে নিতে পারবেন, তত সুবিধা। প্রীতম মনে করছেন, দিনের শেষে ৩ পয়েন্টই লক্ষ্য দলের।