আইএসএল অভিযানে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের মুখোমুখি পঞ্জাব এফসি। এবার মোহনবাগান টিম আরও শক্তিশালী। আইএসএলের (Indian Super League) নতুন টিম পঞ্জাবকে হারিয়েই উদ্বোধন করতে চায় সবুজ-মেরুন।
শনিবার আইএসএলে প্রথম নামছে পঞ্জাব। ডুরান্ড কাপে এই পঞ্জাবের বিরুদ্ধে ২-০ ব্যবধানে জিতেছিল সবুজ-মেরুন। এবার বাগানের বিরুদ্ধে পঞ্জাবের ভরসা বাগানের প্রাক্তন ফুটবলার শঙ্করলাল চক্রবর্তী। যদিও এএফসি কাপে ওড়িশা এফসিকে উড়িয়ে দিয়ে মোহনবাগান আত্মবিশ্বাসী। ডুরান্ড কাপে ফাইনালে ইস্টবেঙ্গলকে হারিয়ে জয় পেয়েছে ফেরান্দো ব্রিগেড। আইএসএলের উদ্বোধনেও জয় চাইছে টিম।
আরও পড়ুন: বাদ নাসিম, দলে হাসান আলি, বাবরের ডেপুটি শাদাবই, ঘোষিত বিশ্বকাপের পাক দল
ইউরো কাপ খেলা আর্মান্দো সাদিকু ও বিশ্বকাপার জেসন কামিংস আইএসএলে প্রথম বার নামছেন। হুগো বুমোস, দিমিত্রি পেত্রাতোসরা আছে। সেই অনুযায়ী দল সাজাচ্ছেন ফেরান্দো।