কলকাতা লিগে গোলের বন্যা। রেলওয়ের বিরুদ্ধে ৮-১ ব্যবধানে জিতল মোহনবাগান। একাধিক ম্যাচে ড্র, হার এসেছিল। আবার পরপর দুম্যাচে ৫ গোলে জয়ও পেয়েছিল। কিন্তু রবিবার যেন অন্য মোহনবাগানকে দেখল কলকাতা লিগ। প্রথমে গোল হজম করেও প্রতিপক্ষের জালে ৮ গোল।
সুপার সিক্সে ওঠার জন্য এই ম্যাচ জিততেই হত মোহনবাগানকে। আর এই ম্যাচে রেলকে নাস্তানাবুদ করল ডেগি কার্ডোজোর ছেলেরা। এদিন ম্যাচে সুমিত রাঠির ভুলে রেলের পক্ষ থেকে প্রথম গোল করেন রাহুল হালদার। ম্যাচের ৬ মিনিটের মধ্যে গোল খেয়ে আক্রমণাত্মক হয়ে ওঠে বাগানের ফুটবলাররা। ২১ মিনিটে কামব্যাক করে টিম। গোল পান সেরতো। ২ মিনিটের মধ্যে ফের আঘাত। এবার গোল পান আদিল আবদুল্লা। প্রথমার্ধেই ৬ গোল দিয়ে রেলকে 'বেলাইন' করে দেন বাগানের ফুটবলাররা। দ্বিতীয়ার্ধে আরও ২ টি গোল আসে।
এই ম্যাচ হারলে কলকাতা লিগে সুপার সিক্সে ওঠার রাস্তা সম্পূর্ণ বন্ধ হয়ে যেত। ৮-১ ব্যবধানে জয়ের পর ইস্টবেঙ্গলের সঙ্গে সুপার সিক্সে ওঠার আশা বেঁচে রইল বাগানের। এদিনই ঘরের মাঠে পিয়ারলেসকে হারিয়েছে ইস্টবেঙ্গল। এই ম্যাচ জিতে ফের শীর্ষে লাল-হলুদ ব্রিগেড। দুইয়ে আছে ভবানীপুর, তিনে কাস্টমস। চার নম্বরে আছে মোহনবাগান।