ফোকাস আবার ডুরান্ডে। রবিবাসরীয় যুবভারতীতে মুম্বই হার্ডেল টপকে সেমিফাইনালে ওঠাই টার্গেট মোহনবাগান সুপার জায়েন্টের। এই ম্যাচে সুখবর বাগান সমর্থকদের কাছে। চোখের সমস্যা কাটিয়ে ফের মাঠে ফিরছেন দিমিত্রি পেত্রাতোস। তবে শুরুতে নামবেন কীনা, তা স্পষ্ট করেননি সবুজ-মেরুন কোচ জুয়ান ফেরান্দো।
ঠিক হয়ে গিয়েছে এএফসির ক্রীড়াসূচি। তুলনামূলক ভাবে সহজ গ্রুপে রয়েছে মোহনবাগান সুপার জায়েন্ট। উল্টোদিকে এএফসির চ্যাম্পিয়ন্স লিগে এই মুম্বইয়ের বিরুদ্ধে খেলতেই ভারতে আসছেন নেইমার ও তাঁর আল-হিলাল। তার আগে যুবভারতীতে শক্ত ঘাঁট মুম্বইকে হারাতে চান কোচ ফেরান্দো।
প্রায় ছিটকে গিয়েও আবার ডুরান্ডের নক-আউট উঠেছে মোহনবাগান। অভিষেকে ভাল খেলেছেন হেক্টর ইয়ুসতেও। গোল করেছেন জেসন কামিংস এবং আর্মান্দো সাদিকু। তাই শক্তিশালী মুম্বইকে টেক্কা দেওয়ার মতো অস্ত্র মোহনবাগানের হাতে রয়েছে।
কিন্তু পরিসংখ্যানের পাতায় চোখ রাখলে দেখা ভারতীয় ফুটবলে এই মুম্বই একমাত্র ক্লাব যার বিরুদ্ধে আইএসএলে কোনও জয় নেই সবুজ-মেরুনের। তাই রবিবারের যুবভারতীতে সেই মিথ ভাঙতে চান ফেরান্দো ও তাঁর সুপার জায়েন্টরা।