দিয়েগো মারাদোনা, লিওনেল মেসি (Lionel Messi)। ব্রাজিলের মারাকানায় বিশ্বকাপ ফাইনালে হারের যন্ত্রণা। ২৮ বছর পর কোপা আমেরিকা জয়ের উচ্ছ্বাস। রবিবার কাতারে মাঠে নামার আগে অনেকগুলি শব্দবন্ধ ভাসছে আর্জেন্টিনা সমর্থকদের মনে। আর সব শব্দবন্ধগুলি মিশে গেছে একটি সুরে। নতুন আঙ্গিকে তৈরি হয়েছে একটি পুরনো গান। যার নাম মুচাচো। ফাইনালের আগে এখন এটাই আর্জেন্টিনার আন-অফিসিয়াল থিম সং।
কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলকে হারানোর পর থেকে এই গান জনপ্রিয় হয়। আর্জেন্টিনার ফুটবলাররাও এই সুর বেশ ভাল চেনেন। এবার বিশ্বকাপের প্রত্যেক ম্যাচে গ্যালারিতে সমর্থকদের গর্জনের সঙ্গে মিশে ছিল এই সুর। টিম পিছিয়ে পড়লে, ধাক্কা খেলে এটাই ছিল টিমকে উদ্বুদ্ধ করার মন্ত্র। চলতি বছরের শুরুতে একটি সাক্ষাৎকারে লিওনেল মেসি এই গান শুনে জানিয়েছেন, মুচাচো তুলনাহীন। নিজেও এই গানের কিছু অংশ গান মেসি। যা তখন ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।
আর্জেন্টিনা ফাইনালে ওঠার পর দোহায় টিকিটের লম্বা লাইন। সমর্থকদের গায়ে লিওনেল মেসির জার্সি। হাতে বড় বড় নীল-সাদা পতাকা, মেসি-মারাদোনার ছবি। বড় করে লেখা গ্রাসিয়া। আর সবার গলায় মুচাচো-র সুর। এটাই শেষ সুযোগ। একমাত্র সুযোগ। আবেগপ্রবণ হয়ে পড়ছেন সবাই। তবে এবার সমর্থকরা যে ভার্সনে মুচাচো গাইছেন, তা ২০০৩ সালে বুয়েন্স আইরেসের পাঙ্ক ব্যান্ড লা মস্কার তৈরি। এবার এই গানের কথা নতুন করে লিখেছেন আর্জেন্টিনার এক সমর্থক ফার্নান্দো রামোস। ইংরেজিতে অনুবাদও করেছেন তা।
গানটি ইংরেজিতে, এরকম...
I was born in Argentina
land of Diego and Lionel,
of the kids of Malvinas,
that I will never forget.
I can’t explain it to you
because you won’t understand
the finals we lost,
How many years have I mourned them
But that’s over
because in the Maracana,
the final with the brazucas,
dad beat them again.
Boys, now we got excited again,
I want to win the third
I want to be world champion
and Diego, in the sky we can see him,
with Don Diego and with la Tota,
encouraging Lionel.