হ্যামবুর্গে হাইভোল্টেজ ম্যাচে শুরুটা করেছিল পোল্যান্ড। কিন্তু ইউরোর প্রথম ম্যাচেই জাত চেনাল ডাচ ব্রিগেড। ৮৩ মিনিটে ওউট উইঘোর্স্টের গোলে গ্যালারিতে যেন কমলা ঝড় বয়ে গেল। পোল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ইউরো অভিযান শুরু করল নেদারল্যান্ডস। গোল পেলেন কডি গাকপোও।
বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে সেমিফাইনালে পেনাল্টি শুটআউটে হারতে হয়েছিল নেদারল্যান্ডসকে। কিন্তু ইউরো কাপ অন্য লড়াই। তা প্রথম ম্যাচ থেকেই বুঝিয়ে দিল ডাচ শিবির। লেওয়ানোডস্কি-হীন পোল্যান্ড প্রথম ১৬ মিনিটেই গোল করে। লেওয়ানডস্কির পরিবর্তে খেলতে নেমে গোল পান অ্যাডাম বুকসা। সেই গোল শোধ করতে ডাচ ব্রিগেডের খুব বেশি দেরি হয়নি। ১৩ মিনিট পরই কডি গাকপোর শট ডালে ঢুকতেই গর্জন করে ওঠে গ্যালারি।
দ্বিতীয়ার্ধে আক্রমণ শানালেও তেমন সুবিধা করতে পারেনি পোল্যান্ড। বরং মিড ফিল্ডকে ব্যবহার করে বারবার আক্রমণ তৈরি করে প্রতিপক্ষের চাপ বাড়াল নেদারল্যান্ডস। যার ফল এল ম্যাচের ৮৩ মিনিটে। সাবস্টিউট হিসেবে মাঠে নেমে দলের দুই নম্বর গোল করে জয় এনে দিলেন উইঘোর্স্ট।