শূন্য থেকে শুরু। এই অবস্থা থেকে ইন্ডিয়ান সুপার লিগে শনিবার ফের মাঠে নামছে ইস্টবেঙ্গল। কার্লোস কুয়াদ্রাত পরবর্তী সময়ে আইএসএলে স্টিল শহরে লাল-হলুদের প্রতিপক্ষ জামশেদপুর এফসি। খালিদ জামিলের দলের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের হটসিটে অন্তর্বর্তী বিনু জর্জ। প্রাক্তনরা বলছেন, এই ম্যাচ হতে চলেছে দুই ভারতীয় কোচের মগজের লড়াই।
তার আগে, চাপ কিন্তু ইস্টবেঙ্গলের উপরেই। কারণ, সদ্য কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে কার্লোস কুয়াদ্রাতকে। প্রাক্তনরা বলছেন, গত কয়েক মরশুমের চেয়ে এবার অনেক ভাল দল করেছে ইস্টবেঙ্গল। কিন্তু কোচ হিসাবে দিশাহীন ছিলেন স্প্যানিশ কোচ কুয়াদ্রাত। তাই প্রথম তিনটি ম্যাচে ইস্টবেঙ্গলকে নিয়ে কার্যত ছেলে খেলাই করেছে প্রতিপক্ষরা।
জামশেদপুর ম্যাচ খেলতে নামার আগে খানিকটা আত্মবিশ্বাস দেখা যাচ্ছে বিনুর গলাতে। তিনি জানিয়েছেন, স্টিল শহর থেকে পয়েন্ট নিয়ে ফিরবে তাঁর দল। প্রায় একই কথা শোনা গিয়েছে ইস্টবেঙ্গল অধিনায়ক ক্লেটন সিলভার গলাতেও। এই ম্যাচকে কার্যত হোম ম্যাচ বলেই দাবি করেছেন এই ব্রাজিলীয় ফুটবলার।
ট্রেনে করে জামশেদপুরে এই ম্যাচ খেলতে গিয়েছেন ইস্টবেঙ্গল ফুটবলাররা। ম্যাচের আগের দিন বিনু জানিয়েছেন, মনে হচ্ছে তাঁরা ঘরের মাঠেই খেলতে নামবেন। কারণ, এই মাঠে হাজার খানেক ইস্টবেঙ্গল সমর্থক থাকবেন, যাঁরা দলকে উৎসাহ দেবেন। দু বছর আগে এই মাঠেই জামশেদপুরকে হারিয়েছিল ইস্টবেঙ্গল। জোড়া গোল ছিল ক্লেটন সিলভার।
তবে এবার পরিস্থিতি একেবারেই আলাদা। একটা পয়েন্ট চাই। বিনু এবং ক্লেটনের থেকে আর্জি লাল-হলুদ জনতার। পুজোর আগে ইস্টবেঙ্গলকে একটু স্বস্তিতে দেখতে চান তাঁরা। চান, জামশেদপুর থেকেই লজ্জার কালো গ্রাস সরে যাক।